অ্যাম্বুল্যান্স ঢুকতেই পারল না! কর্দমাক্ত রাস্তায় খাটিয়ায় শুইয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা — মধ্যপ্রদেশে দলিত মহিলার লড়াই দেখলে গা শিউরে উঠবে

কর্দমাক্ত রাস্তায় অন্তঃসত্ত্বা মহিলাকে খাটিয়ায় শুইয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে।

author-image
Tamalika Chakraborty
New Update
mp woman

নিজস্ব সংবাদদাতা: গভীর প্রসববেদনায় কাতর এক অন্তঃসত্ত্বা দলিত নারীকে খাটিয়ায় শুইয়ে কাদার রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলেন গ্রামবাসীরা। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলার বারোখরি গ্রামে, যা জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

সোমবার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটদুনিয়ায় ক্ষোভ ছড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ৩০ বছরেরও বেশি বয়সি ওই নারীকে কয়েকজন যুবক খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন, কারণ প্রচণ্ড বৃষ্টির ফলে রাস্তা এতটাই কর্দমাক্ত ও বেহাল হয়ে পড়ে যে সেখানে কোনও গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি। এমনকি, অ্যাম্বুল্যান্সটিও গ্রামের ভেতর ঢুকতে পারেনি।

bad road.jpg

ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পঞ্চায়েতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুনীল দুবে সাংবাদিকদের জানান, এই ঘটনার তদন্ত হবে এবং কোন দফতরের গাফিলতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, এই ঘটনা ফের একবার প্রমাণ করল, ভারতে এখনও অনেক অঞ্চলেই বুনিয়াদি পরিকাঠামোর কতটা অভাব রয়ে গেছে, বিশেষ করে বর্ষাকালে যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়ে।