গরম থেকে মুক্তি পেতে ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগালেন প্রিন্সিপাল!

কয়েকদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসলা গরম থেকে বাঁচতে শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লাগান।

author-image
Tamalika Chakraborty
New Update
গোবর


নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাঈ কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসলাকে গরম থেকে বাঁচতে শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লাগাতে দেখা যায়।  তারই প্রতিবাদ হিসেবে DUSU সভাপতি রনক খাত্রি তার অফিসের দেওয়ালে গোবর লাগান।

গোবর ২