New Update
/anm-bengali/media/media_files/fOgzbAUeTsxtWTiVvyQq.jpg)
নিজস্ব সংবাদদাতা: সংসদে নিরাপত্তা বিঘ্নিতকারীদের ভিজিটর পাস প্রতাপ সিমহা ইস্যু করেছিলেন। এই প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন প্রতাপ সিমহা। তিনি লোকসভার স্পিকারকে বলেন, এক অভিযুক্তের বাবা তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দা। তিনি বার বার নতুন সংসদে যাওয়ার জন্য দর্শনার্থী পাসের অনুরোধ করেছিলেন। বিজেপি সাংসদ বলেন, অভিযুক্তের বাবা বার বার তাঁর সঙ্গে, তাঁর পিএ-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনকী নতুন সংসদের দর্শনার্থী পাসের জন্য তিনি নিয়মিত সাংসদের অফিসের যেতেন বলে প্রতাপ সিমহা দাবি করেছেন। ওম বিড়লাকে তিনি বলেন, এর বাইরে তিনি অভিযুক্তদের সম্পর্কে কিছুই জানেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us