নিজস্ব সংবাদদাতা: দেশের জনগণ ইডি আর সিবিআই-এর বিরুদ্ধে নয়। বিস্ফোরক মন্তব্য করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, "কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত করছে, তাঁরা বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায়। এই জিনিসটা ভালোভাবে মেনে নেন না দেশের জনগণ। পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির গ্রাফ ক্রমবর্ধমান। এই জায়গাগুলোতে বিজেপি প্রথম থেকেই দুর্বল ছিল।"
/anm-bengali/media/media_files/tCbJD2uUl5TRaIq3l7ng.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
দেশের জনগণ ইডি আর সিবিআই-এর বিরুদ্ধে নয়, বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের
প্রশান্ত কিশোর বলেন, "দেশের জনগণ ইডি আর সিবিআই-এর বিরুদ্ধে নয়। কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত করছে, তাঁরা বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায়।"
নিজস্ব সংবাদদাতা: দেশের জনগণ ইডি আর সিবিআই-এর বিরুদ্ধে নয়। বিস্ফোরক মন্তব্য করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, "কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত করছে, তাঁরা বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায়। এই জিনিসটা ভালোভাবে মেনে নেন না দেশের জনগণ। পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির গ্রাফ ক্রমবর্ধমান। এই জায়গাগুলোতে বিজেপি প্রথম থেকেই দুর্বল ছিল।"