হিমাচলের ভয়াবহ বন্যায় গিলে খেল মানালির ঐতিহাসিক রেস্তোরাঁ! সামনে এল ভয়াবহ ভিডিও

হিমাচলের বন্যায় কার্যত ভেসে গেল মানালির জনপ্রিয় রেস্তোরাঁ।

author-image
Tamalika Chakraborty
New Update
manali resturant

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে টানা প্রবল বৃষ্টি আর ভয়াবহ বন্যায় এক ঐতিহাসিক জায়গা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। মানালির বিখ্যাত “শের-এ-পাঞ্জাব” রেস্তোরাঁ, যা বহু বছর ধরে পর্যটক ও স্থানীয়দের প্রিয় আড্ডাস্থল ছিল, সেটি কার্যত ভেসে গেছে। ভয়াবহ জলস্রোতে পুরো ভবনের প্রায় সবটাই ধ্বংস হয়ে যায়, শুধু সামনের ছোট্ট প্রবেশপথটা কোনোমতে দাঁড়িয়ে আছে।

মানালি শহরের এই রেস্তোরাঁ বিয়াস নদীর একেবারে কাছে। ভারী বর্ষণে নদীর জল বিপদসীমার অনেক ওপর দিয়ে বইতে শুরু করেছিল। হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডে রেস্তোরাঁর মূল অংশ মুহূর্তে ভেসে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— নদীর ভয়াবহ স্রোতের মাঝে দাঁড়িয়ে আছে শুধু সামনের দিকের দেয়াল, যেন বাকি সবকিছু মুহূর্তেই গিলে খেয়েছে বন্যা।

LANDSLIDE

শুধু রেস্তোরাঁ নয়, পুরো হিমাচল জুড়ে একই ছবি। দোকানপাট ভেসে গেছে, বাড়িঘর ধসে পড়েছে, হাইওয়ে কেটে গেছে, গ্রাম ও শহরের বহু এলাকা জলের তলায় ডুবে গেছে। একের পর এক জায়গায় নতুন করে ভূমিধস নামছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

“শের-এ-পাঞ্জাব” শুধু খাবারের জায়গা ছিল না, মানালির অন্যতম আকর্ষণ ছিল। তার আসল পাঞ্জাবি স্বাদের খাবারের জন্য খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ-বিদেশে। বছরের পর বছর বহু বিখ্যাত মানুষ এখানে খেতে এসেছেন— বলিউডের তারকা থেকে আন্তর্জাতিক খেলোয়াড় পর্যন্ত। সাম্প্রতিক সময়ে ইউটিউব ফুড ভ্লগার আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের হাত ধরে রেস্তোরাঁটি পেয়েছিল এক অন্য জনপ্রিয়তা। কিন্তু সেই সব স্মৃতি আজ বন্যার জলে ভেসে গেছে।