নতুন ভোটারদের ভিড়— ১৫ লক্ষেরও বেশি আবেদন জমা, কমিশনের সামনে বিশাল চ্যালেঞ্জ

বিহারে নির্বাচন কমিশনের কাছে নতুন ভোটারদের ১৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
voter list application

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকা পরিষ্কার করতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ৩১ আগস্টের সময়সীমার আগে নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য ইতিমধ্যেই ১৫ লক্ষ ৩২ হাজার ৪৩৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৮১ হাজারেরও বেশি আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছে কমিশন।

এই প্রক্রিয়া শুরু হয়েছিল বিশেষ যাচাই অভিযানের (Special Intensive Revision) মাধ্যমে, যেখানে শুধু বিহারেই প্রায় ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, ভুয়ো ভোটার এবং অযোগ্যদের নাম মুছে ফেলার জন্যই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে।

voter cards s

শুধু নতুন ভোটার নয়, পুরনো তালিকা থেকেও নাম বাদ দেওয়ার দাবি এসেছে প্রচুর। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৭ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে নাম বাদ দেওয়ার জন্য। এর মধ্যে অযোগ্য ভোটারদের নাম সংক্রান্ত ৩৮ হাজারেরও বেশি আপত্তি খতিয়ে দেখা হয়েছে, বাকি আবেদনের কাজ চলছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নাগরিকরা নিজেরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন। আবার রাজনৈতিক দলগুলিও ভুয়ো বা অযোগ্য ভোটারদের নাম নিয়ে আপত্তি জানাতে পারে।

এবার ১ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ৭ কোটি ২৪ লক্ষ নাম রয়েছে, যা আগের তুলনায় প্রায় ৬৫ লক্ষ কম। এই বিশাল হ্রাসই প্রমাণ করছে— কমিশন ভোটার তালিকা থেকে ভুয়ো নাম মুছে ফেলতে কতটা কড়া পদক্ষেপ নিচ্ছে।