পুলিশের হাতে কামড়! আদালতের সমন নিতে অস্বীকার কুখ্যাত গুণ্ডার, বিজনোরে চাঞ্চল্যকর ঘটনা

উত্তরপ্রদেশের বিজনোরে আদালতের সমন দিতে গিয়ে পুলিশের উপর হামলা। কুখ্যাত আসামি আসিফ ও তাঁর পরিবারের তাণ্ডবে ছিঁড়ে ফেলা হয় পুলিশের পোশাক, খুলে নেওয়া হয় ব্যাজ। অভিযুক্ত গ্রেফতার, বাকিরা পলাতক।

author-image
Tamalika Chakraborty
New Update
police

নিজস্ব সংবাদদাতা:উত্তরপ্রদেশের বিজনোরে পুলিশি অভিযানের সময় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আদালতের নির্দেশে কুখ্যাত আসামি আসিফের বাড়িতে সমন দিতে যায় থানার এক পুলিশ দল। কিন্তু সমন নিতে আসিফ ও তাঁর পরিবার সম্পূর্ণ অস্বীকার করে। প্রথমে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, আর এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

অভিযোগ, আসিফের পরিবারের সদস্যরা পুলিশের দলকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে গিয়ে তাঁদের মারধর করে। এই ধস্তাধস্তির মধ্যে ছিঁড়ে ফেলা হয় পুলিশের পোশাক, খুলে নেওয়া হয় ইউনিফর্ম ব্যাজ। এমনকি, পরিবারের এক মহিলা এক পর্যায়ে এক পরিদর্শকের হাত কামড়ে দেন এবং তাঁর ইউনিফর্মের ব্যাজ খুলে নেন বলে অভিযোগ।

police s

আক্রমণের পর কোনোমতে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে পুলিশ দল এবং তৎক্ষণাৎ রিইনফোর্সমেন্ট (অতিরিক্ত পুলিশ) ডেকে পাঠানো হয়। পরে অভিযুক্ত আসিফকে গ্রেফতার করা হলেও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, আসিফের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা আগে থেকেই চলছিল এবং তিনি এলাকায় পরিচিত ‘হিস্ট্রি শিটার’। এই ঘটনার পর তাঁর পরিবারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ যুক্ত হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।