Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/nU9l8IzkF9lNsd4y4A9x.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুলিশের ঝামেলায় জড়ালেন ইউটিউবার ধ্রুব রাঠি। জনপ্রিয় ইউটিবারের বিরুদ্ধে মহারাষ্ট্রের সাইবার পুলিশ। মুম্বই পুলিশের মামলার জেরে রেগে লাল ধ্রুব রাঠি। জানা গিয়েছে, ধ্রুব রাঠি প্যারোডি নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যাকে নিয়ে বলা হয়, ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা নাকি ইউপিএসসি পরীক্ষায় না বসেই সরকারি চাকরি পেয়েছেন! এরপরেই ওই এক্স অ্য়াকাউন্টের বিরুদ্ধে মামলা করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট।
/anm-bengali/media/media_files/BwUp4KWzNhEOaZqbUbbh.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us