সেনার ভেতরে বিশ্বাসঘাতক! পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার জওয়ান

পাকিস্তানকে গোপন তথ্য পাচারের অভিযোগে দুই জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
indian army

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের অমৃতসর (রুরাল) পুলিশের বড়সড় সফলতা—গোয়েন্দাগিরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে, যার মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগ এবং ভারতের গোপন তথ্য পাচার করার অভিযোগে এই গ্রেপ্তারি।

গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম গুরপ্রীত সিং ওরফে 'গোপি ফৌজি' এবং সাহিল মাসিহ ওরফে 'শালি'। অমৃতসর রুরাল জেলার সিনিয়র পুলিশ সুপার মনিন্দর সিং নিশ্চিত করেছেন যে, গুরপ্রীত সিং ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় জম্মুতে পোস্টেড ছিলেন।

arrested bihar

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে পাঞ্জাব পুলিশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকা সন্দেহভাজনদের বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে।

পুলিশ সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে উঠে এসেছে—এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করছিল। বিশেষত, সীমান্ত সংলগ্ন এলাকার গতিবিধি, সেনা মোতায়েন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হচ্ছিল ISI-এর কাছে।

তদন্ত চলছে, এবং পুলিশের তরফে জানানো হয়েছে, আরও কিছু বড় মুখোশ খুলে পড়তে পারে আগামী দিনে।