ইতিহাস গড়তে চলেছেন মোদী! UK সফরে সই হবে ভারত-ব্রিটেন 'মেগা' বাণিজ্য চুক্তি

মেগা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ব্রিটেন যাচ্ছেন প্রধানমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
prime minister

নিজস্ব সংবাদদাতা: ভারতের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ব্রিটেন ও মালদ্বীপ—এই দুই গুরুত্বপূর্ণ দেশের সফরে যাচ্ছেন তিনি। এই সফরের অন্যতম লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও রাজনৈতিক সম্পর্কের পরিসর আরও বিস্তৃত করা।

প্রধানমন্ত্রীর সফরের প্রথম গন্তব্য হবে যুক্তরাজ্য, ২৩ এবং ২৪ জুলাই। সেখানেই সই হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতীয় রপ্তানির প্রায় ৯৯ শতাংশ যুক্তরাজ্যে শুল্কছাড় পাবে। অন্যদিকে, ব্রিটেন থেকেও হুইস্কি, বিলাসবহুল গাড়ি সহ একাধিক পণ্যের ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে।

modi

এই চুক্তির পেছনে রয়েছে দীর্ঘ তিন বছরের কঠোর আলোচনা। লক্ষ্য একটাই—দুই দেশের ব্যবসায়িক সুযোগ আরও প্রসারিত করা, যাতে দুই দেশের শিল্পপতি, রপ্তানিকারক এবং আমদানি সংস্থাগুলি উপকৃত হয়। ভারত-যুক্তরাজ্যের এই FTA বিশ্ব বাণিজ্যের মঞ্চেও এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।