মোদি–ভুটান রাজাদের ‘বন্ধুত্বের শক্তি’! সম্পর্ক শুধু কূটনীতি নয়, আবেগের— বললেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দিল্লিতে বললেন— ভারত–ভুটান সম্পর্ক বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে। উন্নয়নের পাশাপাশি এখন হাইড্রোপাওয়ার ও জ্বালানি ক্ষেত্রে বাড়ছে বিনিয়োগ ও সহযোগিতা।

author-image
Tamalika Chakraborty
New Update
PM of Bhutan

নিজস্ব সংবাদদাতা: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দিলেন হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা— ভারত–ভুটান সম্পর্ক শুধু কূটনীতি নয়, সত্যিকারের বন্ধুত্ব। নয়াদিল্লিতে বক্তব্যে তিনি স্পষ্ট বললেন, দুই দেশের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে। তাঁর কথায়, “আমাদের সম্পর্ক সম্পর্কের থেকেও বেশি— এটা বন্ধুত্ব। এই বন্ধুত্বের ভিত্তি দুই দেশের সর্বোচ্চ নেতৃত্ব। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রিয় রাজা— আমাদের চতুর্থ রাজা ও বর্তমান রাজা— ভারতের নেতৃত্বের সঙ্গে গভীর সৌহাদ্য ভাগ করেন।”

PM Modi

তোবগে বলেন, আগে ভারত–ভুটান সহযোগিতা মূলত উন্নয়নকে কেন্দ্র করে ছিল। ভারত দীর্ঘদিন ধরে ভুটানের উন্নয়নে সাহায্য করেছে এবং ভুটান সেই সহায়তায় বিরাট লাভবান হয়েছে। এখন সেই সহযোগিতা এক নতুন দিকে এগোচ্ছে— দুই দেশ আরও শক্তভাবে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। বিশেষ করে জলবিদ্যুৎ ক্ষেত্রে দ্রুত বাড়ছে যৌথ বিনিয়োগ। ভারতীয় বেসরকারি সংস্থাগুলিও এখন ভুটানের হাইড্রোপাওয়ার খাতে ঢুকে বিনিয়োগ করছে। তোবগের কথায়, “জ্বালানি খাতে আমরা অভূতপূর্ব সহযোগিতা দেখছি। ভবিষ্যতে এই ক্ষেত্র দুই দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে।”

বিশেষজ্ঞরা বলছেন, জলবিদ্যুৎ প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও ভারত–ভুটান বন্ধুত্বকে আরও গভীর করছে। দুই দেশের নেতৃত্বের ব্যক্তিগত সম্পর্কও এই ঘনিষ্ঠতার মূল ভিত্তি বলে মনে করা হচ্ছে।