যেখানে ভয় হার মানে, সেখানে দাঁড়িয়ে ছিলেন আদিল! মোদীর বক্তব্যে ফের একবার চোখ ভিজল কাশ্মীরিদের

পহেলগাঁওয়ে ঘোড়সওয়ার আদিল শাহকে সত্যিকারের বীর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
modi and adil shah


নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কাটরায় এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, “কাশ্মীরে পর্যটন এবং মানুষের রোজগার ধ্বংস করতেই পাকিস্তান পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে। ২২ এপ্রিলের সেই সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। এটাই ছিল পাকিস্তানের উদ্দেশ্য—ভারতে দাঙ্গা বাঁধানো ও কাশ্মীরের খেটে খাওয়া মানুষের জীবিকা ছিনিয়ে নেওয়া।”

Syed Adil Hussain Shah

মোদী বলেন, “পাকিস্তান শুধু মানবতাকে নয়, ‘কাশ্মীরিয়ত’-কেও আঘাত করেছে। যাঁরা পহেলগাঁওয়ে মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁরা প্রকৃত নায়ক। বিশেষ করে যিনি নিজের প্রাণ দিয়ে পর্যটকদের বাঁচাতে চেষ্টা করেছিলেন—পহেলগাঁওয়ে ঘোড়সওয়ার সৈয়দ আদিল হুসেন শাহ, তিনি উপত্যকার এক সত্যিকারের বীর।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা তাঁকে কুর্নিশ জানাই, কাশ্মীর আজ তাঁর জন্য গর্বিত।”

pm modi s

কাশ্মীরবাসীর সাহস ও প্রতিরোধের ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, “পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে কড়া বার্তা দিয়েছেন কাশ্মীরের মানুষ। এই সন্ত্রাসবাদ যেটা এক সময় স্কুল, হাসপাতাল পুড়িয়ে দিয়েছিল, একটা প্রজন্ম ধ্বংস করেছিল, আজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এখানকার যুব সমাজ।”