/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর এবার সরাসরি দুর্গতদের পাশে দাঁড়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৯ সেপ্টেম্বর তিনি গুরুদাসপুর সফরে যাচ্ছেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের কষ্ট ভাগ করে নেবেন।
প্রধানমন্ত্রী শুধুমাত্র দুর্গতদের খোঁজখবরই নেবেন না, বরং পুরো পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করবেন। জলবন্দি গ্রাম, ধ্বংস হওয়া ফসল এবং ক্ষতিগ্রস্ত জেলা ঘুরে দেখে তিনি ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখবেন।
বিজেপির পাঞ্জাব শাখা এক্স (টুইটার)-এ জানিয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ই সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে আসছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই-বোন ও কৃষকদের সঙ্গে সরাসরি দেখা করবেন, তাদের দুঃখ ভাগ করবেন এবং দুর্গতদের সাহায্যে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/05/punjab-flood-2025-09-05-12-36-10.jpg)
বন্যায় পাঞ্জাবের বহু জেলা জলের নিচে চলে গেছে, শত শত গ্রাম সম্পূর্ণ ভেসে গেছে, আর বিশাল অংশের ফসল ধ্বংস হয়েছে। রাজ্যে এটিকে সাম্প্রতিক কালের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে।
মোদীর এই সফরকে ঘিরে আশাবাদী দুর্গত মানুষজন—প্রধানমন্ত্রী নিজে এসে পরিস্থিতি দেখলে হয়তো আরও দ্রুত সাহায্য মিলবে এবং পুনর্বাসন ত্বরান্বিত হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us