৭৫ বছরের সম্পর্ক, নতুন জোটবাঁধন—মোদির তিন দিনের ‘মেগা ডিপ্লোম্যাটিক ট্যুর’ ঘিরে তীব্র উত্তেজনা

জর্ডন, ইথিওপিয়া ও ওমান—তিন দেশে ১৫ ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ সফর শুরু। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বড় আলোচনা।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিন দেশের গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ই এই সফরের মূল লক্ষ্য। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়, সফর শুরু হবে জর্ডন থেকে।

১৫–১৬ ডিসেম্বর মোদি জর্ডনের রাজা কিং আবদুল্লাহ দ্বিতীয়-এর আমন্ত্রণে আম্মানে পৌঁছবেন। দুই দেশের মধ্যে ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক পূর্তির সময়ে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক শান্তি—সবকিছু নিয়েই ব্যাপক আলোচনা হবে।

এরপর ১৬–১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন ইথিওপিয়া। প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলির আমন্ত্রণে এই প্রথমবার মোদি দেশটিতে পা রাখবেন। ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করা, গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা—সবকিছুকে কেন্দ্র করে আলাপ হবে দুই নেতার।

modi

সফরের শেষ ধাপ ওমান। ১৭–১৮ ডিসেম্বর সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে মোদি মাসকটে পৌঁছবেন। ৭০ বছরের কূটনৈতিক সম্পর্কের এই সময়ে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর। বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি, সংস্কৃতি—দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার কথাই আলোচনার কেন্দ্রে থাকবে।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ভারতের উপস্থিতি বাড়ানো, কূটনৈতিক সম্পর্ক মজবুত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দেওয়ার দিক থেকে এই তিন দেশ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।