রেড কার্পেটে চা বিক্রি করছেন প্রধানমন্ত্রী! নয়া ভিডিও ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য

AI ভিডিওতে লাল কার্পেটে চা বিক্রি করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কংগ্রেসকে কড়া আক্রমণ বিজেপির, দেশজুড়ে তীব্র বিতর্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi selling tea


নিজস্ব সংবাদদাতা:  একটি AI-তৈরি ভিডিওকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়াল। কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, এক লাল কার্পেট অনুষ্ঠানে হালকা নীল কোট ও কালো ট্রাউজার পরে চা বিক্রি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্প মোদি। পিছনে আন্তর্জাতিক পতাকার সঙ্গে ভারতের তেরঙাও দেখা যায়। ভিডিওতে প্রধানমন্ত্রীসদৃশ কণ্ঠে শোনা যায়, “চাই বলো, চাইয়ে।”

এই ভিডিও পোস্ট করে কংগ্রেস নেত্রী লেখেন, “এটা আবার কে করল?” ভিডিওটি ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপির। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

modi

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়ালা বলেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীর ‘চা-ওয়ালা’ অতীতকে নিয়ে উপহাস করছে। তাঁর অভিযোগ, কংগ্রেস অভিজাত মানসিকতা নিয়ে একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রীর সাফল্য মেনে নিতে পারছে না। তিনি আরও বলেন, এর আগেও বহুবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে, এমনকি তাঁর মাকে নিয়েও আক্রমণ হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিহারে কংগ্রেসের এক ইউনিট একটি AI ভিডিও পোস্ট করেছিল, যেখানে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে দেখানো হয় তাঁর রাজনীতি নিয়ে সমালোচনা করতে। সেই ভিডিও নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। পরে ওই ভিডিও সরাতে নির্দেশ দেয় পাটনা হাইকোর্ট।

নতুন এই ভিডিও ঘিরেও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।