‘কংগ্রেস পাকিস্তান থেকে আমদানি করছে রাজনীতি!’ — অপারেশন সিঁদুর বিতর্কে মোদির তীব্র আক্রমণ

প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মুখপাত্রের মতো আচরণ করছে।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi in Parliament

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার লোকসভায় বিস্ফোরক বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কংগ্রেসের সমালোচনার তীব্র জবাবে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তানের অপপ্রচারের ফাঁদে পড়ে ভারত ও ভারতীয় সেনাবাহিনীকে নিশানা করছে কংগ্রেস ও তাদের মিত্ররা। তাঁর কথায়, কংগ্রেস কার্যত পাকিস্তানের মুখপাত্র হয়ে উঠেছে, তাদের বক্তব্য এতটাই মিলে যাচ্ছে যে "কমা-ফুলস্টপ পর্যন্ত এক"।

প্রধানমন্ত্রী বলেন, "আজকের ভারত আত্মবিশ্বাসে ভরপুর, আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছে। অথচ একটা বিরোধী দল এখনো পাকিস্তানকেন্দ্রিক রাজনীতির উপর নির্ভর করছে। পাকিস্তান থেকে এজেন্ডা আমদানি করে চলছে কংগ্রেস। এটা দুর্ভাগ্যজনক।"

modi

তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে কংগ্রেস যে ধরনের কথা বলছে, পাকিস্তানও সেই একই ভাষা ব্যবহার করছে। দেশের সেনাবাহিনী যখন সাহসিকতার সঙ্গে জঙ্গি দমন করছে, তখন কংগ্রেস প্রশ্ন তুলে সেনার মনোবল ভাঙছে। এভাবে কি দেশ চলে?”

লোকসভা জুড়ে তাঁর এই মন্তব্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। শাসকপক্ষের সাংসদরা টেবিল চাপড়ে মোদির বক্তব্যকে সমর্থন করেন, আর বিরোধীরা উত্তপ্ত প্রতিক্রিয়ায় ফেটে পড়েন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন পাকিস্তানের অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল, তেমনই কংগ্রেসের কৌশলগত অবস্থান নিয়েও ছিল কড়া তির্যক মন্তব্য।