/anm-bengali/media/media_files/2025/07/18/gwixgvixyaa26es-2025-07-18-18-19-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী জানান, ভারত ইতিমধ্যেই নিজস্ব স্পেস স্টেশন তৈরির কাজ শুরু করেছে।
সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনে অভিযানে গিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর মহাকাশ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারতের মহাকাশচারীদের একটি টিম তৈরি করা হবে। দেশের যুব প্রজন্মকেও তিনি ভারতের মহাকাশ অভিযানে অংশ নিতে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ ভারত দ্রুত উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছে। আমরা সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছি। শীঘ্রই ভারত গগনযান মিশনে যাবে। আগাম দিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
শুভাংশু শুক্লার সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তিন দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উত্তোলন করে গোটা দেশবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে। যে মুহূর্তে ওঁ আমায় তিরঙ্গা দেখাচ্ছিল, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”
তিনি আরও বলেন, “শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের যুব প্রজন্মের স্বপ্ন ও সাহস দেখেছি। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারতের মহাকাশচারীর একটি পুল তৈরি করব। আজ স্পেস ডে-তে আমি যুব প্রজন্মকে এই পুলে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ অগস্ট চন্দ্রযান-৩ মিশন সফল হয়। চাঁদে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার সফট ল্যান্ডিং করে। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২৩ অগস্টকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us