“এই দীপাবলিতে দ্বিগুণ বোনাস!”—GST নিয়ে মোদীর দারুণ চমক, জানুন বিস্তারিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লি থেকে জিএসটি নিয়ে বড় ঘোষণা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
modi

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার গুরুত্বপূর্ণ কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোড এখন চালু হলো, যার ফলে দিল্লি ও এনসিআর অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, এই আরবান এক্সটেনশন রোড তৈরি করতে শহরের ল্যান্ডফিল বা বর্জ্য স্তূপ থেকে হাজার হাজার টন আবর্জনা ব্যবহার করা হয়েছে।

ভাষণে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি নিয়েও বড় ঘোষণা দেন। তিনি বলেন, “GST-তে খুব শিগগিরই আসছে নেক্সট জেনারেশন সংস্কার। আর সেই পরিবর্তনের ফলে এই দীপাবলিতে দেশবাসীর হাতে পৌঁছাবে দ্বিগুণ বোনাস।” তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—আসলে কী ধরনের নতুন সংস্কার আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

pm modi in Kahsmir

এদিন মোদী আবারও জোর দিলেন ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘মেড ইন ইন্ডিয়া’ প্রচারের ওপর। তিনি জানান, ভারত ইতিমধ্যেই মোবাইল ফোন ও খেলনা উৎপাদনে এমন সাফল্য পেয়েছে যা গোটা বিশ্বকে অবাক করেছে। তাঁর দাবি, এই উদ্যোগগুলো ভারতকে স্বনির্ভর হওয়ার পথে আরও শক্তিশালী করে তুলবে।

ভাষণের শেষে প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়ন চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, রেলওয়ে ও বিমানবন্দরের আধুনিকীকরণে কেন্দ্রের ধারাবাহিক কাজ চলছে। আর এই সব প্রচেষ্টাই ভারতকে আগামী দিনে আরও আধুনিক ও বিশ্বমানের দেশে পরিণত করবে।