"যা খুশি তাই বলবেন না...", এনডিএ নেতাদের ওপর রেগে আগুন মোদী

মোদী স্পষ্ট ভাষায় এনডিএ নেতাদের বলেন, “যেখানে-সেখানে, যা-খুশি বলা চলবে না”।

author-image
Tamalika Chakraborty
New Update
modi with NDA Leaders

নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় সতর্ক করলেন দলীয় নেতৃত্বকে, “যেখানে-সেখানে, যা-খুশি বলা চলবে না”। জানা গিয়েছে, সম্প্রতি বিজেপি নেতাদের একাধিক বেফাঁস মন্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, "শৃঙ্খলা ভেঙে পড়লে ভালো শাসন সম্ভব নয়।"

Modi

এই বৈঠকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল সুশাসন, জাতিভিত্তিক জনগণনা এবং 'অপারেশন সিঁদুর'-এর পরিস্থিতি। তবে মোদীর কড়া বার্তা মূলত সম্প্রতি কিছু বিজেপি নেতার বেফাঁস মন্তব্যকে ঘিরে।

বিশেষত মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক বিজয় শাহ ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদার মন্তব্য ঘিরে প্রবল বিতর্কে পড়েছে বিজেপি। বিজয় শাহ সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে সাম্প্রদায়িক ইঙ্গিত দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী প্রতিশোধ নিতে পাকিস্তানের মতো সম্প্রদায়ের এক ‘বোন’কে পাঠিয়েছেন।" যা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী দেবদা দাবি করেন, "সেনাবাহিনী মোদীর কাছে নতজানু।" এই মন্তব্য ঘিরেও বিজেপিকে ব্যাকফুটে যেতে হয়।