“তুমি বেঁচে আছ, সেটাই একটা চমৎকার!” – রমেশকে বললেন প্রধানমন্ত্রী, আবেগে ভাসল নেটপাড়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশের সঙ্গে দেখা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
modi with one survivor

নিজস্ব সংবাদদাতা:এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেখা করেন দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ এবং অন্যান্য আহতদের সঙ্গে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬৫ জন মানুষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। প্রধানমন্ত্রী আহতদের খোঁজখবর নেন, তাঁদের পাশে দাঁড়ান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের কর্মীদেরও ধন্যবাদ জানান এই কঠিন সময়ে কাজ করার জন্য।

air india plane crash survior m

এই দুর্ঘটনা দেশের জনমানসে গভীর দাগ ফেলেছে। গোটা দেশ শোকস্তব্ধ। একমাত্র যাত্রী হিসেবে বেঁচে যাওয়া রমেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অত্যন্ত আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।