ইতিহাস তৈরি হতে চলেছে! ভারত-ইংল্যান্ডের ফ্রি ট্রেড এগ্রিমেন্টে চূড়ান্ত সই এবারই? মোদীর সফর ঘিরে চূড়ান্ত উত্তেজনা!

জুলাইয়ের শেষের দিকে ব্রিটেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
modi and UK Pm


নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই মাসের শেষের দিকে ব্রিটেন সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে। বহু প্রতীক্ষিত এই সফর ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, এই সফরেই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনাধীন থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।

সফরের সময় শুধু বাণিজ্য নয়, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Modi

সরকারি সূত্রে জানা গিয়েছে, উভয় দেশই এখন সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই সফরটি হবে ব্রিটেনে মোদীর প্রথম সরকারি যাত্রা, বিশেষ করে এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে FTA আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে চলতি বছরের শুরুতেই।

এখন দেখার, এই ঐতিহাসিক সফরের পর ভারত-ব্রিটেন সম্পর্ক কোন নতুন উচ্চতায় পৌঁছয়!