“২৬ নিরীহ প্রাণের বদলা নেওয়া হয়েছে”—কাশীতে দাঁড়িয়ে গর্জে উঠলেন মোদী! জানুন অপারেশন সিঁদুরের কাহিনি

কাশীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাশেন সিঁদুর ও অপারেশন মহাদেব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
modi

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিশোধমূলক সামরিক অভিযান অপারেশন সিঁদুর এবং পরবর্তী অপারেশন মহাদেব-এর সাফল্যকে এবার ভগবান মহাদেবের প্রতি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাশীতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরের পহলেগাঁওয়ে লস্কর-ই-তইবার শাখা সংগঠন TRF-এর হাতে ২৬ নিরীহ মানুষের নির্মম হত্যার পর দেশ যে প্রতিশোধ নিয়েছে, তা ভগবান মহাদেবের আশীর্বাদেই সম্ভব হয়েছে।

Modi

প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমি কাশীতে এলাম। পহেলগাঁওয়ের সেই ঘটনায় আমার মন ব্যথায় ভরে গিয়েছিল। ২৬ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তখনই আমি শপথ নিয়েছিলাম—আমার মেয়েদের সিঁদুরের জন্য আমি প্রতিশোধ নেব। আজ আমি বলতে পারি, মহাদেবের আশীর্বাদে সেই প্রতিশোধ সম্পন্ন হয়েছে।”

সূত্র অনুযায়ী, এই দুই অভিযানে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর একাধিক ঘাঁটিতে ভয়ানক আঘাত হানা হয়। TRF, যা লস্কর-ই-তইবার একটি ছায়া সংগঠন, তাদের বিরুদ্ধে এই অভিযানে কার্যত কাঁপিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে দেশজুড়ে আবেগ ও দেশপ্রেমের স্রোত বইছে। কাশীর জনসভা উত্তাল হয়ে ওঠে “হর হর মহাদেব” ধ্বনিতে।