অপারেশন সিঁদুর থেকে এশিয়া কাপ ফাইনাল—ভারতের দুই জয়ের প্রতিধ্বনি মোদীর গলায়

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়, ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
Pm Modi aaa

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবম শিরোপা জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলের জয়ের তুলনা করলেন সামরিক সাফল্যের সঙ্গে। তিনি এই জয়কে আখ্যা দিলেন—“খেলার ময়দানে অপারেশন সিঁদুর”।


তিনি আরও বলেন, কঠিন চাপের ম্যাচে ভারতীয় দলের দারুণ পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে।

Tilak Verma

উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনী গত ৭ মে ২০২৫-এ অপারেশন সিন্ধুর চালু করেছিল। কাশ্মীরের পাহালগাম জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। এটি ছিল একটি যৌথ ও কৌশলগত সামরিক পদক্ষেপ, যেখানে স্থল, নৌ ও বিমান—তিন বাহিনীর সমন্বিত আঘাতে সীমান্তপারের সন্ত্রাসী ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়। অত্যন্ত নিখুঁত পরিকল্পনা, পেশাদারিত্ব এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে এই অভিযানের সাফল্য ভারতীয় সেনাদের সামরিক ক্ষমতার নতুন পরিচয় দিয়েছিল।

মোদী এই ঐতিহাসিক সামরিক সাফল্যের সঙ্গে ক্রিকেটের জয়কে মিলিয়ে আবারও মনে করিয়ে দিলেন—মাঠ যাই হোক, ভারত সবসময় জেতে।

modi tweet