বিশ্ব স্বাস্থ্য নীতিতে ভারতের আধিপত্য! বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কী বললেন প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

author-image
Tamalika Chakraborty
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: "এক বিশ্ব, এক স্বাস্থ্য”-এর ভাবনাকে সামনে রেখে আবারও আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (World Health Assembly) ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানালেন, সুস্থ পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে অন্তর্ভুক্তি, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার ওপর।

তিনি স্পষ্ট করেই বলেন, ভারতের স্বাস্থ্যনীতি শুধু নিজেদের জন্য নয়, গোটা গ্লোবাল সাউথ-এর জন্য “রিপ্লিকেবল, স্কেলেবল ও সাসটেইনেবল” অর্থাৎ পুনরাবৃত্তিযোগ্য, সম্প্রসারণযোগ্য এবং টেকসই মডেল।

Modi

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বপূর্ণ বার্ষিক অধিবেশনে মোদী বলেন, চলতি বছরের থিম “এক বিশ্ব, এক স্বাস্থ্য” ভারতের বহু আগেই ঘোষিত “One Earth, One Health” নীতির সঙ্গেই মিলে যায়, যা তিনি ২০২৩ সালের স্বাস্থ্য সম্মেলনেও তুলে ধরেছিলেন।

এই বক্তব্যের মাধ্যমে মোদী বিশ্ব মঞ্চে স্পষ্ট করতে চাইলেন, করোনা-পরবর্তী যুগে স্বাস্থ্যব্যবস্থাকে কেবল উন্নত দেশগুলির সুবিধার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না,বরং দক্ষিণ গোলার্ধের দেশগুলিকেও এগিয়ে আনতে হবে একসঙ্গে।

ভারতের এই কণ্ঠস্বর যেন একদিকে আন্তর্জাতিক নেতৃত্বের দাবিদার, অপরদিকে গ্লোবাল সাউথ-এর "চ্যাম্পিয়ন" হয়ে উঠতে চাওয়ার এক কৌশলগত পদক্ষেপ।