নিজস্ব সংবাদদাতা: শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় তাঁর সরকার কখনও কোনও রকম আপস করবে না। তিনি বলেন, দেশের কৃষক ও মৎস্যজীবীরাই ভারতকে স্বনির্ভর করেছেন, তাই তাঁদের স্বার্থে কোনও চাপের কাছে মাথা নোয়ানো হবে না। মোদীর কথায়, “ভারতের কৃষক ও মৎস্যজীবীরাই আমাদের অগ্রাধিকার… কৃষকদের স্বার্থে কোনও আপস নয়। মোদী দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/screenshot-2025-08-14-am-2025-08-15-02-54-35.png)
এই মন্তব্যকে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে দেওয়া এক ধরনের বার্তা হিসেবে দেখছেন। কারণ, বহুদিন ধরে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি আটকে আছে। যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার বাজার কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য খুলে দিক, কিন্তু ভারত সেই চাপে রাজি হয়নি। পাঁচ দফা আলোচনার পরেও সমঝোতা ভেস্তে যায়।
এরই মধ্যে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক বসিয়েছেন এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় আরও ২৫% করের ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের দাবি, রাশিয়ার তেল কেনার টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে।
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, কৃষি খাতে ১০০টি জেলা চিহ্নিত করা হয়েছে যেখানে কৃষকদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন। তাঁদের শক্তিশালী করতে শুরু হয়েছে ‘প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা’। তিনি জোর দিয়ে বলেন, বিদেশের ওপর নির্ভরশীলতা দেশের জন্য ক্ষতিকর, তাই আত্মনির্ভর ভারত গড়া জরুরি।
“মোদী দেওয়াল হয়ে দাঁড়িয়েছে”—মার্কিন চাপে নতিস্বীকার নয়, কৃষকদের নিয়ে বড় বার্তা
কৃষকদের স্বার্থে কোনও ভাবেই মাথা নত করা হবে না, স্বাধীনতা দিবসের দিন ট্রাম্পকে হুঁশিয়ারি মোদীর।
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় তাঁর সরকার কখনও কোনও রকম আপস করবে না। তিনি বলেন, দেশের কৃষক ও মৎস্যজীবীরাই ভারতকে স্বনির্ভর করেছেন, তাই তাঁদের স্বার্থে কোনও চাপের কাছে মাথা নোয়ানো হবে না। মোদীর কথায়, “ভারতের কৃষক ও মৎস্যজীবীরাই আমাদের অগ্রাধিকার… কৃষকদের স্বার্থে কোনও আপস নয়। মোদী দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে।”
এই মন্তব্যকে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে দেওয়া এক ধরনের বার্তা হিসেবে দেখছেন। কারণ, বহুদিন ধরে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি আটকে আছে। যুক্তরাষ্ট্র চাইছে ভারত তার বাজার কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য খুলে দিক, কিন্তু ভারত সেই চাপে রাজি হয়নি। পাঁচ দফা আলোচনার পরেও সমঝোতা ভেস্তে যায়।
এরই মধ্যে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক বসিয়েছেন এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় আরও ২৫% করের ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের দাবি, রাশিয়ার তেল কেনার টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে।
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, কৃষি খাতে ১০০টি জেলা চিহ্নিত করা হয়েছে যেখানে কৃষকদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন। তাঁদের শক্তিশালী করতে শুরু হয়েছে ‘প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা’। তিনি জোর দিয়ে বলেন, বিদেশের ওপর নির্ভরশীলতা দেশের জন্য ক্ষতিকর, তাই আত্মনির্ভর ভারত গড়া জরুরি।