“বিশ্ব যখন অশান্ত, তখন যোগই একমাত্র আশ্রয়”—বিশাখাপত্তনমে মোদীর বার্তা!

আন্তর্জাতিক যোগ দিবসে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: বিশ্বজুড়ে অস্থিরতা ও অশান্তির মধ্যেও যোগাসন মানবজাতির জন্য এক শক্তিশালী হাতিয়ার—এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিশাখাপত্তনমে আয়োজিত ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যোগ মানে শুধু শরীরচর্চা নয়, এটা হলো এমন এক ‘পজ বাটন’ যা মানবজাতিকে আবার নিঃশ্বাস নিতে শেখায়, ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে এবং আমাদের ভাঙা মানসিকতা ও ক্লান্তিকে সারিয়ে তোলে।”

তিনি আরও বলেন, “সর্বে ভবন্তু সুখিনঃ — এই ভাবনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। কারণ এই ভাবনাই শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারে। কিন্তু আজকের বিশ্ব জুড়ে চলছে হিংসা, অস্থিরতা ও ভেদাভেদ। সেই অশান্ত পরিবেশে যোগ হল সেই পথ যা আমাদের 'আমি' থেকে 'আমরা'র দিকে নিয়ে যায়।”

Modi

প্রধানমন্ত্রী এদিন পশ্চিম এশিয়া থেকে ইউরোপ— সর্বত্র চলতে থাকা সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, “এই সময়ে যোগ আমাদের অহংকারকে ভেঙে দেয়, এবং সবাইকে একসূত্রে বাঁধতে সাহায্য করে। এটি আত্মনিয়ন্ত্রণ, সংযম এবং সহমর্মিতার বার্তা দেয়। এমনকি বৈশ্বিক ঐক্য স্থাপনেও যোগের অবদান অনস্বীকার্য।”

বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান হিংসা ও সংঘর্ষের আবহে ভারতের এই প্রাচীন সাধনার শক্তি ফের আন্তর্জাতিক আলোচনায় উঠে এল প্রধানমন্ত্রীর কণ্ঠে।