চেনাব সেতুতে হাঁটলেন মোদী, বললেন এটি 'সাহসের প্রতীক'

চেনাব সেতু শুধু একটা সেতু নয়, এটি 'সাহসের প্রতীক' বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
pm modi s

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চেনাব ও অঞ্জি সেতু পরিদর্শনের সময় আবেগঘন বার্তা দিলেন। তিনি বলেন, “আজ চেনাব ও অঞ্জি সেতুর উপর দিয়ে হাঁটার সময় আমি ভারতের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের দক্ষতা এবং সাহসকে যেন চোখে দেখলাম ও হৃদয়ে অনুভব করলাম।”

modi chenab bridge

এই দুই সেতু ভারতের রেল পরিকাঠামোর ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। চেনাব সেতু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এবং অঞ্জি সেতু দেশের প্রথম কেবল-স্টে রেল সেতু। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প শুধু ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব নয়, দেশের নতুন ভারতের স্বপ্ন ও সংকল্পের প্রতিফলন।

তিনি আরও বলেন, “এই সেতুগুলি শুধু দুটি স্থানকে সংযুক্ত করছে না, তারা নতুন ভারতের সম্ভাবনা, উন্নয়ন ও আত্মবিশ্বাসকেও এক সুদৃঢ় সেতুবন্ধনে গেঁথে দিচ্ছে।”