দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার

এই সভায় বড় পদক্ষেপের সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলার ভোট রাজনীতিতে কোন পক্ষ প্রথম দামামা বাজাবে, সেই উত্তরের অপেক্ষাতেই রাজ্যবাসী। এরই মাঝে শুক্রবার দুর্গাপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক কৌশলের দিক থেকে এই সভা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উন্নয়নের দিক থেকেও মোদীর ঝুলিতে রয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা।

তৃণমূলের ২১ জুলাই শহিদ সমাবেশের আগে বিজেপির পক্ষ থেকে এই সভায় বড় পদক্ষেপের সম্ভাবনাই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুক্রবারের সভা থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল ও সড়ক খাতে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। 

১ বাঁকুড়া ও পুরুলিয়ায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস হবে।

২ দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন চালু হবে, যার ব্যয় ১,১৯০ কোটি টাকা। পাইপলাইনটি পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলাও অতিক্রম করবে। 

Modi

৩ দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য নতুন প্রযুক্তির শিলান্যাস, খরচ ১,৪৫৭ কোটি টাকা।

৪ পুরুলিয়া–কোটশিলা ৩৬ কিমি রেললাইনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, প্রকল্প ব্যয় ৩৯০ কোটি টাকা। এই রেলপথ রাঁচি ও কলকাতার সঙ্গে জামশেদপুর, ধানবাদ, বোকারোর মতো শিল্পাঞ্চলকে আরও ভালোভাবে যুক্ত করবে।

এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক আবহে তাপমাত্রা চড়তে শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, উন্নয়নের মোড়কে মোদী সরাসরি তৃণমূলের সমান্তরালে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন।