/anm-bengali/media/media_files/2025/09/20/pm-modi-a-2025-09-20-13-56-55.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার গুজরাটে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শেষে ভাভনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আবারও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরলেন।
মোদীর কথায়, “আজ ভারত ‘বিশ্ববন্ধু’ হিসেবে এগিয়ে চলেছে। আমাদের পৃথিবীতে বড় কোনও শত্রু নেই। কিন্তু একটা শত্রু আছে—আমাদের বিদেশ নির্ভরতা। এটাই ভারতের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে আমাদের একসাথে হারাতে হবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/04/modi-gst-2025-09-04-21-23-45.jpeg)
তিনি আরও বলেন, “যত বেশি বিদেশ নির্ভরতা, ততই দেশের ব্যর্থতা বাড়বে। শান্তি, স্থিতিশীলতা আর বিশ্বসমৃদ্ধির জন্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতকে আত্মনির্ভর হতে হবে। যদি আমরা অন্যদের উপর নির্ভর করে থাকি, তবে আমাদের আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হবে। আমরা ১৪০ কোটির ভবিষ্যৎ অন্যদের হাতে ছেড়ে দিতে পারি না।”
প্রধানমন্ত্রীর মতে, আত্মনির্ভর ভারত গড়াই আগামী দিনের লড়াই, আর সেটাই দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us