New Update
/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার ওডিশার ঝাড়সুগুড়া থেকে দেশের টেলিকম পরিষেবায় এক নতুন ইতিহাস রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উদ্বোধন করলেন একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফুলি ইন্ডিজেনাস 4G স্ট্যাক এবং চালু করলেন ৯৭,৫০০-রও বেশি বিএসএনএল টাওয়ার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এক্স পোস্টের জবাবে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “বিএসএনএলের 4G স্ট্যাক প্রকৃত অর্থে স্বদেশি আত্মার প্রতীক।
প্রধানমন্ত্রীর কথায়, “৯২ হাজারেরও বেশি সাইট ইতিমধ্যেই ২ কোটি ২০ লক্ষ ভারতীয়কে সংযুক্ত করছে। এটি প্রমাণ করছে যে ভারত নির্ভরশীলতা থেকে আত্মবিশ্বাসের পথে এগোচ্ছে। এর ফলে কর্মসংস্থান বাড়ছে, রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতির গতি ফিরছে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন আরও এক ধাপ এগোচ্ছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us