সোমবারেই উত্তপ্ত দিল্লি! ‘অপারেশন সিঁদুর’ ঘিরে মোদীর জরুরি বৈঠক, কী ঘটছে পর্দার আড়ালে?

সোমবার প্রধানমন্ত্রীর শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

author-image
Tamalika Chakraborty
New Update
modi

নিজস্ব সংবাদদাতা: সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই শুরু হল তীব্র রাজনৈতিক উত্তেজনা। বিরোধীদের হইচই, দাবি, ও উত্তাল প্রতিবাদের মধ্যেই সংসদ চত্বরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক শীর্ষ নেতা।

বিরোধীরা ‘অপারেশন সিঁদুর’–সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবি তুলতেই অধিবেশন কার্যত অচল হয়ে পড়ে। তারই মাঝে সংসদ ভবনের অভ্যন্তরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে জরুরি আলোচনায় বসেন।

pm modi  a

এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর্থিক দফতরের দায়িত্বপ্রাপ্ত নির্মলা সীতারামন, স্বাস্থ্য ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আবাসন ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খাট্টার এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

সূত্রের খবর, চলতি অধিবেশনে বিরোধীদের আগ্রাসী মনোভাব, তাদের দাবিদাওয়া, এবং 'অপারেশন সিঁদুর'-এর জেরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূলত আলোচনা হয়েছে। মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, সংসদে একযোগে মোকাবিলা করতে হবে বিরোধীদের কৌশল।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধীরা কেন্দ্রের কাছে সরাসরি জবাবদিহি চাইছে। এই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা দু’টি কক্ষেই হইচই চলছে। সব মিলিয়ে বর্ষা অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনৈতিক মহল।