উত্তর মুম্বইয়ে বেকারের সংখ্যা শূন্য করতে উদ্যোগ! বড় ঘোষণা পীয়ূষ গয়ালের—শুনুন কী বললেন

পীয়ূষ গয়ালের বড় ঘোষণা—উত্তর মুম্বইকে সম্পূর্ণ বেকারমুক্ত করতে নতুন স্কিল সেন্টার। মহিলাদের স্বনির্ভর করতে হাজারেরও বেশি মেশিন বিতরণ।

author-image
Tamalika Chakraborty
New Update
piyush goyalq2.jpg

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে দেশের মহিলাদের স্বনির্ভর করতে কাজ করেছেন, মহারাষ্ট্রের মহাযুতি সরকার সেই পথকেই আরও শক্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি জানান, এদিনের কর্মসূচিতে দু’হাজারেরও বেশি মহিলাকে সেলাই মেশিন, আটা পিষে নেওয়ার মেশিন এবং মসলা গুঁড়ো করার মেশিন দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নিজেরাই আয় করতে পারেন।

piyush goyalq1.jpg

পীয়ূষ গয়াল বলেন, উত্তর মুম্বইয়ে কেউ যেন বেকার না থাকে, সেটাই তাঁদের লক্ষ্য। কাঁদিভালিতে তৈরি করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বড় বড় সংস্থাও সেখানে এসে চাকরির সুযোগ দিচ্ছে। খুব শীঘ্রই ঠাকুর ভিলেজেও

আরও একটি নতুন কেন্দ্র খোলা হবে। তাঁর দাবি, এই সেন্টারগুলির মাধ্যমে উত্তর মুম্বইয়ের মানুষ সম্পূর্ণভাবে স্বনির্ভর হবে এবং এলাকায় বেকারত্ব একেবারে দূর হবে।