ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগোচ্ছে দ্রুত, শীঘ্রই ওয়াশিংটনে যাচ্ছেন পীযূষ গোয়েল

ওয়াশিংটনে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন পীযূষ গোয়েল।

author-image
Tamalika Chakraborty
New Update
piyush goyalq2.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত ও আমেরিকার বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে খুব শীঘ্রই ওয়াশিংটনে সফরে যেতে পারেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েৈল। সূত্রের খবর, এই সফর আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে এবং মূল লক্ষ্য থাকবে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

সম্প্রতি দিল্লিতে মার্কিন প্রধান আলোচক ব্রেন্ডন লিঞ্চ এবং ভারতের তরফে বাণিজ্য দফতরের বিশেষ আলোচক রাজেশ আগরওয়ালের মধ্যে দিনভর বৈঠক হয়েছে। সেই বৈঠকে চুক্তির নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়।

piyush.jpg

১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠক অত্যন্ত ইতিবাচক পরিবেশে হয়েছে। দুই পক্ষই একমত হয়েছেন যে দ্রুত এবং দু’দেশের জন্য সমানভাবে লাভজনক সমাধানের দিকে এগোনো উচিত।

এখন নজর রয়েছে পীযূষ গোয়েলের আমেরিকা সফরের দিকে। কূটনৈতিক মহলের মতে, এই সফর শুধু ভারত-আমেরিকা সম্পর্ককেই নতুন মাত্রা দেবে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।