পাইলটদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা? এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় তদন্ত ঘিরে তুঙ্গে বিতর্ক!

পাইলটদের ইউনিয়নের তরফে বিমান ধ্বংসের রিপোর্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
air india pilot

নিজস্ব সংবাদদাতা: গত ১২ জুন ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া ১৭১ বিমানের দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতের এয়ার লাইন পাইলট অ্যাসোসিয়েশন (ALPA) দাবি করেছে, গোটা তদন্তের দিশা এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন শুরু থেকেই পাইলটদের দোষী সাব্যস্ত করার প্রবণতা রয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের। সেই বিমানের কম্যান্ডার ছিলেন ৫৬ বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল, যাঁর ঝুলিতে ছিল প্রায় ১৫,৬৩৮ ঘণ্টার উড়ানের অভিজ্ঞতা। তাঁর সহ-পাইলট ছিলেন ৩২ বছর বয়সী ক্লাইভ কুন্ডার, যিনি ৩,৪০৩ ঘণ্টা উড়েছেন এর আগে।

plane crash  hostel

শনিবার প্রকাশিত এই প্রাথমিক তদন্ত রিপোর্টে কিছু পর্যবেক্ষণ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে পাইলট মহল। ALPA-এর প্রেসিডেন্ট ক্যাপ্টেন স্যাম থমাস এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই তদন্ত এমন এক পথে পরিচালিত হচ্ছে যাতে পাইলটদের দোষী প্রমাণের চেষ্টা রয়েছে। আমরা এই মানসিকতার তীব্র বিরোধিতা করছি।”

তিনি আরও জানান, এটি কেবলমাত্র পেশাদার পাইলটদের মর্যাদার প্রশ্ন নয়, বরং এর ফলে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতাও প্রশ্নের মুখে পড়ছে।

উল্লেখ্য, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বহু যাত্রী আহত হন, আর বিমানের কাঠামোগত বেশ কিছু গুরুতর ত্রুটি উঠে আসে তদন্তে। তবে ALPA মনে করছে, সেসব দিক উপেক্ষা করে একতরফাভাবে পাইলটদের দিকে আঙুল তোলার চেষ্টা করা হচ্ছে।