বাস থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে পান করানো হল নিজের প্রস্রাব! পুলিশের বিরুদ্ধে উঠছে বিস্ফোরক অভিযোগ

উত্তরাখণ্ড পুলিশের বিরুদ্ধে যুবক প্রস্রাব পান করানোর অভিযোগ করছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Uttarakhand man

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের টেহরিতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন কেশব ঠালওয়াল নামে এক যুবক। তিনি দাবি করেছেন, গত ৯ মে চম্বা থেকে মুসৌরি রোডে যাওয়ার সময় দুই ব্যক্তি জোর করে তাঁকে গাড়িতে তোলে এবং নিয়ে যায় একটি পুলিশ চৌকিতে। সেখানে তাঁকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগকারীর কথায়, পুলিশ তাঁকে জোর করে প্রস্রাব পান করতে এবং জুতো পরিষ্কার বাধ্য করে।

এই ঘটনা প্রকাশ্যে আসে ১৬ সেপ্টেম্বর, যখন কেশব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গোটা বিষয়টি জানিয়ে দেন। পোস্ট ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক।

arrested 123

তবে টেহরি গড়ওয়াল পুলিশ এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছে। পুলিশের বক্তব্য, কেশবের আগেও নানা বিতর্কিত কাজের ইতিহাস রয়েছে। তিনি একবার নিজের বোনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। পরে তাঁর মা অভিযোগ করেন, কেশব নাকি তাঁকে ও তাঁর বোনকে মারধর করেছিলেন এবং এমনকি তাঁদের ঘরে আগুন লাগানোর চেষ্টাও করেছিলেন।

ফলে এখন প্রশ্ন উঠেছে—কেশবের দাবিই সত্যি, নাকি তিনি নিজের অপরাধ ঢাকতে মিথ্যা অভিযোগ তুলেছেন? সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তীব্র আলোচনা, আর টেহরির এই ঘটনা ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য।