রাজস্থানের ভারত-পাক সীমান্তের ছবি! ইউটিউবের ভিডিওয়ের বাইরেও অসংখ্য ছবি মিলল জ্যোতির মোবাইলে

রাজস্থানের ভারত-পাক সীমান্তের ছবি পাওয়া গিয়েছে জ্যোতির মোবাইল থেকে।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan indo pak border

নিজস্ব সংবাদদাতা: পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশ ইতিমধ্যে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। হরিয়ানা পুলিশের পাশাপাশি তাঁকে সেন্ট্রাল আইবি ও এনআইএ জিজ্ঞাসাবাদ করছে। তিনি যে এতগুলো বিদেশ সফর করেছেন, তার জন্য অর্থ তিনি কোথা থেকে পেয়েছেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এছাড়াও তাঁর ফোনের ক্লাউড স্টোরেজ থেকে ভাতের সীমা সুরক্ষা বলের গতিবিধি, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, সেনাঘাঁটির ছবি পাওয়া গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, জ্যোতির ফোন থেকে রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক ছবি পাওয়া গিয়েছে। 

jyotiarre