হঠাৎ 'অমিত কাকা' বলে ডাক! কী উত্তর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার যখন অমিত শাহ যখন ভোট দিতে যান, ভিড়ের মধ্যে কেউ একজন তাঁকে 'অমিত কাকা' বলে ডাক দেন। ভিডিওতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসি মুখে প্রতিক্রিয়া দিচ্ছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার যখন অমিত শাহ যখন ভোট দিতে যান, ভিড়ের মধ্যে কেউ একজন তাঁকে 'অমিত কাকা' বলে  ডাক দেন। পাশাপাশি ভিড় থেকে ধ্বনি ওঠে 'জয় শ্রী রাম'। ভিডিওতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসি মুখে প্রতিক্রিয়া দিচ্ছেন। 

amit shahhs.jpg

 tamacha4.jpeg