পাটনার পারাস হাসপাতালে ঢুকে গুলি! চন্দন মিশ্র খুনে জড়িত ‘শুটার চক্র’ ধরা পড়ল বাংলায়

পাটনার হাসপাতলের শুট আউটের ঘটনার পাঁচ জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
patna hospital

নিজস্ব সংবাদদাতা: পাটনার নামী পারাস হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্র খুনের ঘটনায় নতুন মোড়। এই নৃশংস খুনের সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পাঁচজনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাঁদের পাটনায় নিয়ে যাওয়া হবে তদন্তের পরবর্তী ধাপে।

চন্দন মিশ্র, যাঁর নামে একাধিক অপরাধমূলক মামলা ঝুলে ছিল, তিনি চিকিৎসার জন্য প্যারোলে ছাড়া পেয়ে পাটনার পারাস হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু উচ্চ নিরাপত্তা সত্ত্বেও, দিনের আলোয় প্রকাশ্যে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালিয়ে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।

Arrest

এই জঘন্য ঘটনায় পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু শ্যুটারের পরিচয় জানতে পেরেছে বলে দাবি সূত্রের। তাদের মধ্যে রয়েছেন তৌসিফ ওরফে বাদশা, বলবন্ত, অভিষেক, মনু সিং, নিলেশ, সূর্যমান ও নিশু। পুলিশি জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসতে পারে বলে অনুমান।

যদিও এই গ্রেপ্তার নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, অভিযান চলতে থাকায় ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চন্দন মিশ্রের এই সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর খুনের ঘটনায় কেঁপে উঠেছে বিহারের অপরাধ জগত। হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন হামলা কীভাবে সম্ভব হল, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।