নিজস্ব সংবাদদাতাঃ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "এনডিএ ভেবেছিল সাত দফায় নির্বাচন হলে তারা সুবিধা পাবে, কিন্তু আমরা তার সুবিধা নিয়েছি। মানুষ তাদের ভুয়া এজেন্ডা বুঝতে পেরেছে।”
/anm-bengali/media/media_files/ijePfyBqI62Qh7VV0U2D.jpg)
তিনি আরও বলেন, “চিরাগ পাসোয়ান হোক বা বিজেপির অন্য কেউ, তাঁরা কি বলেছেন বিহার নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি কী? কিন্তু আমরা জনগণকে বলেছি বেকারত্বের বিরুদ্ধে আমরা কী করব, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কী করব, কীভাবে দারিদ্র্য দূর করব। তারা কি বললো? তারা শুধু আমাদের গালিগালাজ করতে থাকে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)