New Update
/anm-bengali/media/media_files/2025/05/09/5sfWmr3TolpHCxbZ2sHc.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলা এই মুহুর্তে হাই অ্যালার্ট জোনে রয়েছে। কেননা শেষ ১৬টা দিন ধরে সেখানে ক্রমাগত গোলা বর্ষণ চলছে। হেভি শেলিং-এর শব্দ শুনতে পাচ্ছে দূরদূরান্তের মানুষ। পাকিস্তান গোলাবারুদ ছুড়ছে তো তাঁর পাল্টা প্রত্যাঘাত করছে ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চ সেক্টরের পাকিস্তান লাগোয়া সীমান্তে এখন ছবিটা এরকমই। ইতিমধ্যেই স্থানীয়দের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কানে ভেসে আসছে সেই জোরালো শব্দই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us