পার্কিং নিয়ে অশান্তি! হুমা কুরেশির ভাইকে কুপিয়ে হত্যা

পার্কিং নিয়ে বচসার জেরে হুমা কুরেশির ভাইকে হত্যা করল দুই যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
huma khureshi

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির দক্ষিণ-পূর্বের ভোগল এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির আত্মীয় আসিফ কুরেশি। রাত প্রায় ১১টার সময় একটি পার্কিং নিয়ে তুমুল বচসা রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। সেই মর্মান্তিক মুহূর্ত ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।

dead

ভিডিওতে দেখা যায়, সরু গলিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে, এর মধ্যেই আসিফ ও অপর পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায়, আর ঠিক তখনই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের বুকে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।