মাথার দাম ১০ লক্ষ টাকা! ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম মাও নেতা পাপ্পু লোহার

ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে মাও নেতা পাপ্পু লোহার নিহত হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Maoist fdf

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের লাতেহার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় সাফল্য মিলেছে। শনিবার এক এনকাউন্টারে নিহত হয়েছে মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা পাপ্পু লোহার। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। তার সঙ্গে নিহত হয়েছে আরও এক কুখ্যাত মাওবাদী। নিহত মাওবাদী নেতার নাম প্রভাত গঞ্জু, যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

Maoist fdf

এই অভিযানের সময় আরও বড় ধাক্কা খায় মাওবাদী সংগঠনটি। একসঙ্গে আত্মসমর্পণ করে মোট ২৪ জন মাওবাদী। পুলিশ জানিয়েছে, এই অভিযান দীর্ঘ পরিকল্পনার ফল। মাওবাদীদের দমনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।