'কালমা বলো, নয়তো মরো' — পহেলগাঁওয়ে হামলার পরে পালিয়ে যাওয়ার সময়ও আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে

পহেলগাঁওয়ে হামলার পরে পালিয়ে যাওয়ার সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে থাকে। এক স্থানীয় বাসিন্দা মুখোমুখি হলে তাঁকে কালমা পড়তে বাধ্য করায়।

author-image
Tamalika Chakraborty
New Update
pahalgam


নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার (২২ এপ্রিল) তদন্তে গতি আনছে এনআইএ (NIA)। দু’জন আশ্রয়দাতাকে হেফাজতে নিয়ে জেরা করার পর এবার সামনে এল এক প্রত্যক্ষদর্শীর বয়ান, যা শিউরে উঠতে বাধ্য করে।

সূত্রের খবর, তদন্তকারী সংস্থা পারভেজ আহমেদ ও বশির আহমেদ নামে দুই অভিযুক্তকে জেরা করে এক স্থানীয় ব্যক্তির সন্ধান পেয়েছে, যিনি ওই জঙ্গিদের পালানোর সময় সামনে পড়েছিলেন।

এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, “জঙ্গিরা পালানোর সময় গুলি চালায়, সম্ভবত আতঙ্ক ছড়ানোর উদ্দেশে। এই সময়েই সেই প্রত্যক্ষদর্শী তাদের মুখোমুখি হন।”

প্রত্যক্ষদর্শীর জবানবন্দি অনুসারে, জঙ্গিরা তাঁকে কালমা পাঠ করতে বলে, এবং তাঁর উচ্চারণ শুনে তাঁকে স্থানীয় বলে ধরে নিয়ে ছেড়ে দেয়। যাঁরা কালমা পাঠে ব্যর্থ হন, তাঁদেরই হত্যা করা হয় বলে জানা গেছে।

pahalgam

এনআইএ সেই স্থানে গিয়েই গুলি চলার বহু খালি খোসা উদ্ধার করেছে, যা ওই প্রত্যক্ষদর্শীর দাবির সঙ্গে মিলে যায়।

উল্লেখ্য, বইসারানে ভয়াবহ সেই গণহত্যায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৬ জন। বেঁচে ফেরা অনেকেই জানিয়েছেন, ধর্মীয় পরিচয় যাচাই করতে বাধ্য করা হচ্ছিল কালমা পাঠের মাধ্যমে, আর তাতেই বাছাই করে খুন করা হয়েছিল নিরীহ মানুষদের।