"আর যাত্রা নয়!" মাঝ আকাশে আতঙ্ক, হংকং থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান!

এয়ার ইন্ডিয়ার পাইলটদের মধ্যেও বিমান দুর্ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
d

নিজস্ব সংবাদদাতা: হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার ৯০ মিনিট বাদে ফিরে এল। বিমানের পাইলটরা জানান, তাঁরা আর যাত্রা চালিয়ে যেতে চান না, কারণ বিমানে একটি সন্দেহজনক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 315 হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোমবার সকালে দিল্লির উদ্দেশে উড়ে ছিল। কিন্তু কিছু সময় পরই বিমানটি ফের হংকং বিমানবন্দরে ফিরে আসে।

বিমান চালক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) মধ্যে কথোপকথনের একটি অডিও সামনে এসেছে। সেখানে পাইলটদের বলতে শোনা যায়, “We don’t want to continue further.” অর্থাৎ, “আমরা আর যাত্রা চালিয়ে যেতে চাই না।” এই বক্তব্য থেকেই স্পষ্ট, পাইলটরা কোনও ঝুঁকি নিতে চাননি।

Air India

বিশেষত, যে বিমানটি নিয়ে এই ঘটনা ঘটেছে, সেটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এই একই মডেলের একটি বিমান কিছুদিন আগেই — ১২ জুন, বৃহস্পতিবার — আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন যাত্রী, শুধুমাত্র একজন জীবিত বাঁচেন। ফলে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেল নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠছে।

এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও বিমান নিরাপদে ফিরে এলে যাত্রীরা অক্ষত অবস্থায় নেমে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট উড়ান কর্তৃপক্ষ।