পাক কূটনীতিকের সঙ্গে গুপ্তচরের বিশেষ যোগ! কীভাবে হতো টাকার আদান-প্রদান জানলে চমকে উঠবেন

পাক গুপ্তচর হারুন পাক কূটনীতিকের নির্দেশ অনুসারে ভারতের বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে দিতেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani spy haroon

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বারাণসী ও নয়ডা থেকে দুইজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (ATS)। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন।

ধৃত হারুন, যিনি একজন স্ক্র্যাপ ব্যবসায়ী, পাকিস্তানের নাগরিক মুজাম্মিল হুসেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মুজাম্মিলকে ভারত সরকার ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল। হারুন পাক ভিসা প্রক্রিয়ায় সহায়তা করতেন এবং এর মাধ্যমে কমিশন নিতেন। শুধু তাই নয়, পহেলগাঁও হামলার সময় তিনি পাকিস্তানে ছিলেন বলে জানা গিয়েছে। 

Arrest

তদন্তে জানা গেছে, হারুন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করতেন এবং তা মুজাম্মিলের নির্দেশিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিতেন। পাশাপাশি, তিনি ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করছিলেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।

এখন উত্তরপ্রদেশ ATS এই গুপ্তচর চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ভারতের সুরক্ষাব্যবস্থার ওপর নতুন করে প্রশ্নচিহ্ন সৃষ্টি হয়েছে।