নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ ATS-র বড়সড় সফলতা। বারাণসী থেকে এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করল সন্ত্রাস দমন শাখা। ধৃত ব্যক্তির নাম তুফেল, যিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে ভারতের গোপন তথ্য পাচার করছিলেন বলে অভিযোগ।
তদন্তে উঠে এসেছে, তুফেলের ফোনে পাকিস্তানের ৬০০ টি ফোন নম্বর রয়েছে। দেশের নানা সংবেদনশীল এলাকার ছবি ও তথ্য পাঠাচ্ছিলেন বলেও খবর পাওয়া গিয়েছে।/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
যে সমস্ত জায়গার ছবি সে পাঠিয়েছে, তার মধ্যে রয়েছে বারাণসীর রাজঘাট, নমো ঘাট, জ্ঞানভাপী মসজিদ, রেলস্টেশন — এমনকি দিল্লির লালকেল্লার ছবিও। এই ঘটনার পর জাতীয় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বারাণসীর মতো ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র থেকেও যদি এমন গুপ্তচর চক্র সক্রিয় থাকে, তাহলে গোটা দেশের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে রয়েছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও।
ATS জানিয়েছে, তুফেলের সঙ্গে আর কে কে জড়িত, সেই দিকেই এখন তদন্ত চলছে। সন্দেহ করা হচ্ছে, এটি কোনো বড় আন্তর্জাতিক গুপ্তচর চক্রের অংশ হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us