/anm-bengali/media/media_files/7D3fk2hWUpJtwME3XC9y.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান এবার সরাসরি ভারতের রণকৌশল জানার চেষ্টায়। সম্প্রতি ফাঁস হয়েছে একটি চাঞ্চল্যকর কল রেকর্ডিং, যেখানে এক ভারতীয় পড়ুয়াকে ফোন করে সেনার গোপন তথ্য জানার চেষ্টা করে এক সন্দেহভাজন পাক গুপ্তচর।
প্রথমে পারিবারিক যোগাযোগের অজুহাতে কথা শুরু হয়—বলা হয়, বাবার সঙ্গে তাঁর ছেলেমেয়েরা যোগাযোগ করতে পারছে না। এরপরই শুরু হয় আসল খেলা। ভারতীয় সেনার ছাউনি কোন পথে এগোচ্ছে, তারা সড়কপথে যাচ্ছে না অন্য কোনও পথে—এসব খুঁটিনাটি জানার আপ্রাণ চেষ্টা চালায় ফোনকারী। তবে সৌভাগ্যবশত, ওই ছাত্র বুদ্ধিমত্তার সঙ্গে গোটা পরিস্থিতি সামলে নেয় ও সন্দেহজনক প্রশ্ন এড়িয়ে যায়।
এদিকে, পহেলগাঁও হামলার সাত দিন পর ভারতীয় সেনা ইতিমধ্যেই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করেছে। সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের এক গোপন এলাকায় শুরু হয়েছে এনকাউন্টার। চার জঙ্গিকে ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিস ও সেনা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পর জঙ্গিরা প্রথমে অনন্তগাঁওয়ের হাপাতনার জঙ্গলে আশ্রয় নেয়, পরে সরে যায় ত্রাল হয়ে কুলগাঁওয়ের দিকে। সম্প্রতি তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভারতীয় সেনা অভিযান শুরু করে।
/anm-bengali/media/media_files/7lpdLQAjDidkB06YoQ7H.jpg)
সেনা সূত্রে আরও খবর, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হলেও সেখান থেকেও পাল্টা গুলিবর্ষণ হয়েছে। তবে আপাতত গুলির লড়াই বন্ধ রয়েছে। অনুমান, তারা আবারও জায়গা বদল করে থাকতে পারে।
এই ঘটনা ফের তুলে ধরছে, কেমনভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, এবং সেই সঙ্গে ভারতীয় সেনার কৌশলী ও দ্রুত প্রত্যাঘাতের প্রস্তুতিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us