New Update
/anm-bengali/media/media_files/2025/08/06/pakistani-sister-2025-08-06-10-19-11.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের ‘রক্ষাবন্ধন বোন’ কামার মোহসিন শেখ এবারও ভালোবাসা ও শুভকামনায় ভরা রাখি প্রস্তুত করে বসে আছেন, অপেক্ষা শুধু আমন্ত্রণের। করাচিতে জন্ম নেওয়া কামার মোহসিন শেখ ১৯৮১ সালে বিয়ের পর ভারতে চলে আসেন। সেই থেকে প্রতিবছর রক্ষাবন্ধনে মোদির হাতে রাখি বাঁধছেন তিনি— টানা তিন দশকেরও বেশি সময় ধরে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/29/pm-modi-in-parliament-2025-07-29-20-42-51.jpg)
এই বছর তিনি নিজের হাতে দুইটি বিশেষ রাখি বানিয়েছেন। একটিতে রয়েছে ‘ওঁ’-এর প্রতীক, আর অন্যটিতে শোভা পাচ্ছে ভগবান গণেশের ছবি। কামারের আশা, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শিগগিরই ডাক আসবে, যাতে তিনি স্বয়ং গিয়ে তার ‘ভাই’-এর হাতে এই ভালোবাসার প্রতীক তুলে দিতে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us