আমন্ত্রণের অপেক্ষায় মোদির রাখিবোন— দুই বিশেষ রাখি নিয়ে প্রস্তুত প্রধানমন্ত্রীর পাকিস্তানি বোন

রাখিতে দাদা মোদির আমন্ত্রণের অপেক্ষায় পাকিস্তানি বোন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani sister

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের ‘রক্ষাবন্ধন বোন’ কামার মোহসিন শেখ এবারও ভালোবাসা ও শুভকামনায় ভরা রাখি প্রস্তুত করে বসে আছেন, অপেক্ষা শুধু আমন্ত্রণের। করাচিতে জন্ম নেওয়া কামার মোহসিন শেখ ১৯৮১ সালে বিয়ের পর ভারতে চলে আসেন। সেই থেকে প্রতিবছর রক্ষাবন্ধনে মোদির হাতে রাখি বাঁধছেন তিনি— টানা তিন দশকেরও বেশি সময় ধরে।

PM Modi in Parliament

এই বছর তিনি নিজের হাতে দুইটি বিশেষ রাখি বানিয়েছেন। একটিতে রয়েছে ‘ওঁ’-এর প্রতীক, আর অন্যটিতে শোভা পাচ্ছে ভগবান গণেশের ছবি। কামারের আশা, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শিগগিরই ডাক আসবে, যাতে তিনি স্বয়ং গিয়ে তার ‘ভাই’-এর হাতে এই ভালোবাসার প্রতীক তুলে দিতে পারেন।