লুকিয়ে ভারতে পণ্য পাঠানোর চেষ্টা করছে পাকিস্তান! এবার কঠোর সিদ্ধান্ত নিল ভারত

ভারতে লুকিয়ে পণ্য পাঠানোর চেষ্টা করছে পাকিস্তান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan import

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান কি ঘুরপথে ভারতের বাজারে তাদের পণ্য ঢোকানোর চেষ্টা করছে? এমনই সন্দেহে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে আসা আমদানি পণ্যের ওপর কঠোর নজরদারি শুরু করেছে ভারত।

 পাকিস্তান থেকে আসা খেজুর সংযুক্ত আরব আমিরশাহী-এর মাধ্যমে ভারতে ঢোকানো হচ্ছিল, এমন অভিযোগ ভারতের পক্ষ থেকে সরাসরি UAE-কে জানানো হয়েছে। ভারতের কর্মকর্তারা বলেন, এই পদ্ধতি ভারত-UAE বাণিজ্য চুক্তির অপব্যবহার, কারণ পাকিস্তানি পণ্যকে UAE-র নাম করে ভারতীয় বাজারে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল।

Port

এই পরিস্থিতি মোকাবিলায় ভারত উপসাগরীয় দেশগুলো থেকে আসা সমস্ত পণ্যের 'লেবেল' এবং 'উৎস দেশ' যাচাইয়ের কাজ আরও কড়াভাবে শুরু করেছে। সরকারের উদ্দেশ্য একটাই, পাকিস্তান থেকে কোনোভাবেই যেন কোনো পণ্য ভারতের বাজারে ঢুকতে না পারে।