ভারতের সঙ্গে যুদ্ধের ভয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন পাক সেনাপ্রধান!

পাক সেনাপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠছে।

author-image
Tamalika Chakraborty
New Update
PAKISTAN ARMY CHIEF

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির উস্কানিমূলক মন্তব্য করেছেন। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। এরপরেই নীরব হয়ে গিয়েছিলেন পাকিস্তানের সেনা প্রধান। একাধিক রিপোর্টে পাক সেনাপ্রধানকে নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে,  একটি রিপোর্টে জানা গিয়েছে পাক সেনাপ্রধান রওয়ালপিন্ডিতে আত্মগোপন করে রয়েছেন।  
পাক সেনাপ্রধান নিখোঁজ বা পাকিস্তান ছেড়ে পালিয়ে গেছে বলে খবর প্রকাশিত হতে থাকে।  ভারতীয় সেনাপ্রধান কাশ্মীরে পৌঁছানোর পর থেকেই পাক সেনাপ্রধানের উপস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। পরিষ্কার করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছে যেখানে অ্যাবোটাবাদের পাক সেনাপ্রধানের সাথে স্নাতক ডিগ্রিধারী অফিসারদের ছবি রয়েছে। সেখানে তারিখ দেওয়া হয়েছে, ২৬ এপ্রিল। 

PAK ARMY CHIEF